সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার আল -হিকমাহ্ এনলাাইটেন্ড স্কুলের ৩৬ শিক্ষার্থী পুরষ্কার পেয়েছে।
সোমবার ১৮ নভেম্বর সকাল ১০ টায় উপজেরার ফায়ার সার্ভিস রোড, দক্ষিণ সন্ধ্যারই এলাকায় অবস্থিত আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলের উদ্যেগে এই পুরষ্কার বিতরণ করা হয় ।
পুরষ্কার হিসেবে তাদের মগ, টুপি, তাসবি, ইসলামিক বই দোওয়া হয়।
আল -হিকমাহ্ এনলাাইটেন্ড স্কুলের পরিচালক মিজানুর রহমান জানান,প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নামাজের প্রতি উৎসাহিত করতেই এই আয়োজন । শিক্ষার্থীদের ৪০ দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার ঘোষণা দেওয়া হয়েছিল।
এই ঘোষণার পরপরই শিক্ষার্থীরা নামাজের প্রতি আগ্রহী হয়ে উঠেছে।
শিক্ষার্থীদের নামাজের প্রতি আগ্রহ বাড়াতে এ আয়োজন। তিনি আরোও জানান আমাদের মূল লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ইসলামিক চেতনায় উজ্জীবিত করে সুদক্ষ ও আদর্শবান নাগরিক জাতিকে উপহার দেওয়া।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য মাসুদ আলম, প্রধান শিক্ষক মাহিরুল ইসলাম ও অনান্য শিক্ষক বৃন্দ।