শেখ মারুফ হোসেন,কালীগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর-২০২৪) বিকেলে উপজেলা বিষ্ণুপুর বাজার চত্বরে ইউনিয়ন কৃষকদলের আহবায়ক বাবলুর রহমান সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুস সালাম খান, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন, জেলা যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, কালিগজ্ঞ উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, সিনিঃ যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আবুল হোসেন, আমিরুল ইসলাম, ইদ্রিস আলী, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সদস্য সচিব জিএম মারুফ বিল্লাহ, সিনিঃ যুগ্ন আহ্বায়ক শাহাজান আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিঃ সহ সভাপতি জাকির হোসেন, সৈনিক দলের আহ্বায়ক আবু হুসাইন সোহাগ, তরুণ দলের সিনিঃ যুগ্ন সাধারণ সম্পাদক ওমর ফারুক। সন্মানিত অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান খা, বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শেখ জাহিদ আলম প্রমুখ।