মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ এক সাগর রক্তের বিনিময়ে নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। বাঙালির স্বাধীকার অর্জনের বহুল কাঙ্ক্ষিত ঐতিহাসিক বিজয়ের ৫৩তম বর্ষপূর্তিতে নীলফামারীর ডোমারে উদযাপন করা হয়েছে ‘মহান বিজয় ও জাতীয় দিবস-২০২৪’।
সোমবার (১৬ই ডিসেম্বর) প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহরের হৃদয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা পুলিশ সহ বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এরপর সকাল ৮টায় একই স্থানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ এবং ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও ডোমার পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (সাংস্কৃতিক) বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ ববিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী প্রমুখ।
উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে পরে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় মেলার উদ্বোধন ও দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।