রাকিব হোসেন,ঢাকাঃ ঢাকাস্থ খলিলপুর উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদে দীর্ঘ ছয় বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি শুরু থেকে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিভিন্ন সময় অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি ১৯১৭ সালের প্রতিষ্ঠিত পাবনা জেলার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী এই স্কুলটির মেধাবী ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন মাসিক বেতন ট্যালেন্ট ফুলে বৃত্তি এবং এস এস সি পরীক্ষার্থীদের নিবন্ধনের জন্য বিভিন্ন সময়ে অর্থ প্রদান করে থাকেন। এরই ধারাবাহিকতায় আগামী ২০২৫ সালের শিক্ষার্থীদের মাঝে খলিলপুর উচ্চ বিদ্যালযয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের মধ্যে ত্রিশ জন মেধাবী অসহায় ছাত্র/ছাত্রী দের হাতে টাকা তুলে দেন ঢাকাস্থ খলিলপুর উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি,সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ খলিলপুর উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মো: মনিরুল ইসলাম মণি, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমানিক কোষাধাক্ষ্য মো: নুরুল ইসলাম নুরু সহ অন্যান্য সদস্যবৃন্দরা আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: মতিনুজ্জামান মতিন, অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম এম গোলাম মোস্তফা নয়ন। সাগর কান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আলিম মন্ডল বীর মুক্তিযোদ্ধা, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময়ে উপস্থিত থেকে তাদের এই মহতি উদ্যোগকে সাদুবাদ জানান।
অনুষ্ঠানের শুরুতে বিজয়ের মাসে ১৯৭১ এর মহান শহীদ বীরদের এবং ২০২৪ গণঅবর্ধনের শহীদদের আত্মার মাগফিরাত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
খলিলপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন আমি সততা ও নিষ্ঠার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং শিক্ষার্থীদের মাঝে সুশিক্ষা প্রদানের চেষ্টা করছি । ২০২৫ সালের যে সকল এস,এস,সি পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ রয়েছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এবছরে আমার বিদ্যালয় আগের তুলনায় অনেক ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। সর্বশেষে তিনি বলেন
ঢাকাস্থ খলিলপুর উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদ কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সংগঠনটির কাছে স্কুলের নতুন ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য স্কুল ড্রেস ও সকল ছাত্র-ছাত্রীদের জন্য কম্পিউটার ল্যাপটপ প্রদানের জন্য আহ্বান জানান।
ঢাকাস্থ খলিলপুর উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো:মনিরুল ইসলাম মনি তার বক্তব্যে বলেন আমি এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম এইজন্য আমি গর্বিত। আজ এই স্কুলে এসে আমি আমার ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল।আজ আমি সার্থক এই স্কুলের নামে ঢাকাতে একটি সংগঠন করেছি যতদিন বেঁচে থাকবো এই স্কুলকে বুকে ধারন করে রাখবো ইনশাআল্লাহ। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের কে বলেন তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। তোমাদের মধ্যে যারা গোল্ডেন এ প্লাস পাবে তাদের কে ভর্তির জন্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ।অদ্য সংগঠনের সাধারণ সম্পাদক তার বক্তব্য বলেন আমিও এই প্রতিষ্ঠানের একজন ছাত্র ছিলাম। আমি নিজেকে গর্বিত মনে করি।২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এখনো ৩/৪মাস বাকী আছে প্রায় ১২০দিন মোবাইল ফোন ছেড়ে ভালোভাবে পড়াশোনা করো । সবাইকে ভালো রেজাল্ট করতে হবে এবং এই বছর যেন আমাদের স্কুলটি মেধা তালিকায় থাকে।সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।