সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ ‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামে দুদিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) – টিআইবি, কুড়িগ্রামের যৌথ উদ্যাগে কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধনী বক্তব্যে বলেন, “সরকারের সকল প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সকল তথ্য স্ব প্রনোদিত ভাবে প্রকাশ করলে দূর্নীতি কমবে। মানুষ তার প্রাপ্য বা অধিকার বুঝে নিতে পারবে। আর এর ফলে সমাজ থেকে দূর হবে সব ধরনের বৈষম্য। তিনি মেলায় অংশগ্রহনকারী ৩১ টি প্রতিষ্ঠান কে তথ্য প্রকাশ এবং প্রচারের জন্য আহ্বান জানান। ”
কুড়িগ্রাম সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু’র সভাপতিত্বে আলাচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিভিল সার্জন ডা.মো: মঞ্জুর-এ মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সদর হাসপাতালের ত্বত্তাবধায়ক
ডা: শহিদুল্লাহ লিংকন, শিক্ষা অফিসার আহসান হাবীব প্রমুখ।
বক্তারা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বানে বলেন, সরকারর অন্যতম উদ্দেশ্য হচ্ছে জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করা। এ লক্ষ্যে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণের সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।
এরপর পাসপোর্ট, বিআরটিএ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল, ভুমি অফিস ও প্রাথমিক শিক্ষা সহ ৫ টি সেবাদানকারী প্রতিষ্ঠানর প্রধানগন তাদের সেবা সংক্রান্ত বিষয়ে সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং সমাধান দেন তাৎক্ষণিক ভাবে।
মেলায় সরকারি-বেসরকারি ৩১ টি দপ্তর সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা প্রদান করে। সনাক ও ইয়েস গ্রুপের স্টলে হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হয়। এছাড়া মেলায় তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযাগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।