ডেক্স নিউজঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের গন শুনানি অনুষ্ঠিত হয়েছে,গত ১৪ই ডিসেম্বর রোজ শনিবার চরমহল্লা ইউনিয়ন পরিষদের মাঠে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ডের ASO মাসুম আহমেদ, ফিল্ড অফিসার ফজলুল হক,ছাত্র প্রতিনিধি জুবায়ের আহমেদ,সুনামগঞ্জ জজকোর্টের এপিপি এডভোকেট আব্দুল আহাদ,চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন,সাংবাদিক আনোয়ার হোসেন রনি,আতিকুর রহমান,মোশাহিদ আলী, সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ,সাংবাদিক ও প্রভাসক মোশাররফ হোসেন, সাংবাদিক তাজিদুল ইসলাম,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মিয়া,ইউপি সদস্য আখল আলী,আলাল আহমেদ সহ চারটি ইউনিয়ন উত্তর খুরমা,দ:খুরমা,চরমহল্লা, নোয়ারাই, ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ ও গম্যমান ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
চারটি ইউনিয়নের পি.আইসি কমিটির সদস্যদের উদ্দেশ্যে ছাতক উপজেলা নির্বাহী অফিসার বলেন ফসল রক্ষা বাঁধ যাতে টেকসই ও ভালো মানের কাজ হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে এবং যারা আবেদন করেছেন তাদের অবশ্যই যাচাই-বাছাই করে আমরা কমিটি অনুমোদন দেব এই প্রত্যাশা ব্যাক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।