মোঃ আঃ রহমান হেলাল,স্টাফ রিপোর্টারঃ আজ
(১৬ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সমানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে, ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আজাদ জাহান,পুলিশ সুপার শরিফুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দফতর, জেলা বিএনপি, জেলা বিজেপি, ভোলা প্রেসক্লাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে বাংলাদেশ জামাতে ইসলামী মহান শহীদদের স্মরণে তাদের রুহেল মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করে।
সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালি বের হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাপ্তি হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করার পর বিজয় দিবস উপলক্ষ্যে দিন ব্যাপী জেলা উপজেলার আড়ম্বরপূর্ণ বিজয় মেলাসহ বিভিন্ন কর্মসূচি শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব আজাদ জাহান। এ সময় জেলা প্রশাসক মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন ভোলা ছেলে পুলিশ সুপার শরিফুল হক, বিএনপির সদস্য সচিব রাইসুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, ও জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান কিরণ। বিজেপি সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রতনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
পরে, ভোলা সরকারি স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্যারেট ও কুচকাওয়াজসহ বিভিন্ন প্রদর্শনী শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷ ওই সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজাদ জাহান, জেলা পুলিশ সুপার শরিফুল হক, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দু, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোহাম্মদ নবী আলমগীর,জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ রাইসুল আলম, জেলা বিজেপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম রতন ও ভোলা প্রোসক্লাব সমন্বয়ক কমিটির প্রধান ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শওকত হোসেন সহ ভোলার শিক্ষক সমাজ প্রতিনিধি ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীরমুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রধানসহ জেলার সকল হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, শিশু সনদ বিতরণ ও শিশু পরিবারে মধ্যাহ্নে খাবার পরিবেশনসহ নানা আনুষ্ঠানিকতার মধ্যে বিজয় দিবস পালন করা হয়।
এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে সকল মসজিদ, মন্দির মোনাজাত প্রার্থনার আয়োজন করেন এবং ছাত্র/ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন ব্যবস্থা, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থার শিশু পার্ক ও যাদুঘরসমুহ বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার কর্মসূচি গ্রহণসহ বিকাল ৩টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ জেলা প্রশাসন একাদশ বনাম ভোলা পৌরসভা একাদশ এর আয়োজন করেন জেলা প্রশাসন।
সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি ও জেলা বিজেপির নেতৃত্বে পৃথক পৃথক বিশাল বিজয় র্যালি বের করেন৷ জেলা বিএনপি কার্যালয়ে থেকে কালীনাথ রায়ের বাজার,সরকারি উচ্চ বিদ্যালয়ের রোড হয়ে নতুন বাজার, বাংলা স্কুল মোড়, সদর রোড দিয়ে জেলা কার্যালয়ে এসে মিলিত হয়। এছাড়াও জেলা বিজেপির কার্যালয় থেকে ভোলার বাংলা স্কুল মোড়, সদর রোড, কালিনাথ রায়ের বাজার প্রদক্ষিণ করে নতুন বাজার জেলা কার্যালয়ের সামনে মিলিত হয়।
৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্মান কেড়ে নেওয়া, দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।