বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ১৬ ই ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় দিনাজপুরের বিরামপুর আনসার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা বিএনপি’র সভাপতি মিয়া মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনজুরুল ইলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসূল রাখি, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আনারুল ইসলাম, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা জামাতে ইসলামীর আমীর হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অমল কৃষ্ণ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী, বিরামপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধা বৃন্দ অত্র উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজন জনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধারা।
আজকের সভার সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস) এই দিন জাতীয় জীবনে এক অবিস্মরণীয় গৌরবময় দিবস।
দীর্ঘ নয় মাসের সীমাহীন ত্যাগ ও অসীম বীরত্বগাঁথাই অর্জিত বাঙালির এই মহান বিজয়। বিজয়ের এই দিনে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খলমুক্তির জন্য আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা- বোন, যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে জন্ম হয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করি।আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে বরণ এবং তাদের হাতে হাতে সংবর্ধনা পুরস্কার তুলে দেওয়া হয়।