শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালীগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আফসানা আক্তার মিমি (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের রাণীতলা গ্রামে এঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, মিমি’র মৃগী রোগ ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। মিমি রাণীতলা গ্রামের মৃত মোস্তাক হোসেনের মেয়ে। সে পশ্চিম মৌতলা খাঁনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সন্ধ্যায় মিমি’র মরদেহ দাফনে থানায় পরিবারের সদস্য অনুমতি নিতে এলে অনুমতি দেয়া হয়।
পরিবারের সদস্যদের বরাতে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফেরদৌস মোড়ল জানান, আফসানা আক্তার দুপুর সাড়ে ১২টার দিকে তার খালাতো বোনকে সাথে নিয়ে বাড়ির পার্শবর্তী পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর খালাতো বোনকে বাড়ি পাঠিয়ে দিয়ে সে গোসল করতে থাকে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আফসানা বাড়িতে না ফেরায় তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে আড়াইটার দিকে জেলেদের মাধ্যমে পুকুরে জাল টানা দিলে তার লাশ উদ্ধার হয়।