সুজন আলী,রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহি অফিসার রকিবুল হাসান।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি ও বিএনপি’র মহিলা দলের সদস্য সচিব আনারকলি উপস্থিত ছিলেন। এদিন ৫৪ জন শীতার্ত, দারিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছেন ইউএনও রকিবুল হাসান। ইতিমধ্যে উপজেলার পৌর এলাকা ছাড়াও বিভিন্ন ইউনিয়নে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে ।
উপজেলা নির্বাহি অফিসার রকিবুল হাসান জানান, শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষরা। এমন মানুষদের কষ্ট লাঘবে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের কাছে গভীর রাতেও
কম্বল বিতরণ অব্যাহত রাখছি। এ শীতে কোনো দুস্থ পরিবার যাতে কষ্ট না পায় তাই তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি।