নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে সিলেট জেলা শ্রমিক কল্যান ফেডারেশন নেতৃবৃন্দ এর সর্বসম্মতিক্রমে আল আমিনকে সভাপতি ও রুবেল আহমদকে সাধারণ সম্পাদক এবং শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২ বছর মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সিলেট জেলার উপদেষ্টা, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খাঁয়ের, উপজেলা জামায়াতের সাবেক আমীর আজমান আলী, জামাত নেতা জাকির হোসেন
আবদুল জলিল, জুয়েল আমীন, নজরুল ইসলাম, আব্দুল মালেক, ডাঃ সাইফুল ইসলাম, সালাউদ্দিন খান, ইকবাল হোসেন ইমাদ, আব্দুল কাইয়ুম, সফির উদ্দিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।