তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুর বাসীর দীর্ঘদিনের প্রত্যাশার ফসল বিয়াম ল্যাবরেটরী স্কুল তাহিরপুর শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুলটির উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিভাগীয় কমিশনার স্কুলে উপস্থিথ হওয়ার পর কোমল মতি ছাত্র ছাত্রী ফুলের পাপড়ি ছিটিয়ে বরন করে নেন অতিতি কে। ফিতা ও কেক কেটে শুভ উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার পরে তিনি কোমল মতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
স্কুলটি উদ্ধোধনের সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ছাব্বির আহমেদ আকুঞ্জি, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম, সুনামগঞ্জ জেলা পরিষদের সিও আয়েশা আক্তার, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, জেলা বি এনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, একে এম নাসের উজ্জল, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, বি এনপি নেতা আবুজহর,তারিকুল ইসলাম শিপুল,যুবদল সভাপতি আব্দুল বারিক, ছাত্রদল আহ্বায়ক রাসেল সদস্য সচিব মোন্না সহ অন্যান্ন নেতৃবৃন্দ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন আমাদের হাওর বেষ্টিত অঞ্চল তাহিরপুর অন্যান্ন অঞ্চলের চাইতে শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। আমরা সকলের সহযোগিতায় আজকে কোমল মতি শিক্ষার্থীদের জন্য বিয়াম ল্যাবরেটরী স্কুলটি উদ্ধোধন করা হলো। আমরা আশা করছি সকলের সহযোগিতায় স্কুলটি এগিয়ে যাবে।
জেলা প্রশাসক ডাঃ মোঃ ইলিয়াস মিয়া বলেন, অবহেলিত হাওর অঞ্চলের শিক্ষা ব্যাবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য কোমল মতি শিক্ষার্থীদের জন্য স্কুলটি উদ্ধোধন করা হলো আমরা সকলেই স্কুলটির কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতা করবো।
বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী বলেন, তাহিরপুরে কোমলপ্রাণ শিশুদের সুন্দর পরিবেশে শিক্ষা প্রদান করতে বেয়াম ল্যাবরেটরী স্কুল উদ্ধোধন করা হলো। আমরা স্কুলটিতে ভালো লেখাপড়ার জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেব।