বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে পলিপ্রয়াগপুর মৎস্যচাষী সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। এ ঘোড়াদৌড় দেখতে বিভিন্ন এলাকার নানা বয়সী লক্ষাধিক মানুষ জড়ো হয়েছেন। বেশ উৎসাহ নিয়ে খেলা উপভোগ করছেন দর্শনার্থীরা।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার টাটকপুর গ্রামের ফাঁকা ফসলের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলের ৩০টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঘোড়ার দৌড়ের গতি ও টগবগ শব্দে দর্শকদের হৃদয়ে ভিশন উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিযোগীদের সবার লক্ষ অন্যদের পিছনে ফেলে এগিয়ে যাওয়ার।
কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় এখন খুব বেশি দেখা যায়না । তাই গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ফিরিয়ে এনে গ্রামীন মানুষের আনন্দ ও বিনোদনের জন্য
পলিপ্রয়াগপুর মৎস্যচাষী সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ঘোড়া দৌড় দেখতে আসা সপ্তম শ্রেণী শিক্ষার্থী নুসরাত জাহান জানায়, এতদিন শুধু বই-পুস্তকে পড়েছি আজ প্রথম এই ঘোড়া দৌড় দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আরেক দর্শনার্থী জুয়েল রানা বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই ঘোড়া দৌড় প্রতিবছর সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজন করতে পারলে নতুন প্রজন্ম ঐতিহ্যবাহী এই খেলাগুলো সম্পর্কে তাদের ধারণা তৈরি হবে পাশাপাশি খেলা গুলো টিকে থাকবে।
এই ঘোড়া দৌড় উপলক্ষে সকাল থেকেই এখানকার শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের বিনোদনের কোনো কমতি ছিল না।
কয়েকটি গ্রুপে শুরু হয় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা ঘোড়া নিয়ে খেলায় অংশ নিয়েছে। উপস্থিত মানুষের বিনোদনের জন্য প্রতিযোগীরাও তাদের নৈপুণ্য দেখিয়ে মানুষকে আনন্দ দেয়ার চেষ্টা করেছেন। প্রতিবছর এমন আয়োজনের দাবি দর্শনার্থীদের।
এই ঘোড়া দৌর প্রতিযোগিতায় স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে ৩০ টি ঘোড়া অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় পাশাপাশি যারা খেলায় অংশগ্রহণ করেছে সবাইকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।
ঘোড়া দৌড় খেলার উদ্যোক্তা ও প্রধান অতিথি কৃষক নেতা দিনাজপুর কৃষক সমিতি সদস্য, দিনাজপুর জেলার আয়কর আইনজীবী জনাব শাহ নেওয়াজ ফিরোজ শুভ শাহ জানান, হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং এই ধরনের খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখা এবং সংস্কৃতির সাথে যুক্ত করার জন্যই এই আয়োজন। আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান।
পলিপ্রয়াগপুর মৎস্যচাষী সমবায় সমিতি ও ঘোড়া দৌড় অনুষ্ঠানের সভাপতি জনাব জাহিদ হাসান জানান, বর্তমান সময়ে মানুষ অনেকটা বিনোদন বিমুখ। সিনেমা হল বন্ধ গ্রামেগঞ্জে নাটক, জারি-সাড়ী গান হতো সেগুলো এখন নেই বললেই চলে। একসাথে এতগুলো মানুষের বিনোদনের মাধ্যম এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় সত্যিই প্রশংসনীয় আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।