আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বহুতল ভবন নির্মাণের সময় মাটি ধসে শ্রমিক রুবেল শেখ ( ২৩ ) মাটির ভেতরে চাপা পড়ে। খবর পেয়ে স্হানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় বিশ মিনিট চেষ্টা চালিয়ে তাকে অলৌকিক ভাবে জীবিত উদ্ধার করেন।
মঙ্গবার (১৪ ডিসেম্বর ) সকালে উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ড শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল শেখ শ্রীরামপুর এলাকার মাফুজার শেখের ছেলে।
সরজমিনে জানা যায়, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেনের নির্মাণাধীন ভবনে সকাল সাতটা দিকে ৭ জন শ্রমিক ১২ ফুট উচ্চতা, ১৮ ফুট লম্বা,১৫ ফিট চওড়া স্যাফটি ট্যাংকির মাটি কাটার কাজ শুরু করে।সকাল আটটার দিকে নিচে থাকা রুবেল ঝুঁকিপূর্ন জায়গায় মাটি কাটতে থাকলে হঠাৎ তার উপর মাটি দেওয়াল ভেঙ্গে পড়ে।সাথে সাথে পাশে থাকা শ্রমিক চিৎকার দিয়ে খুজতে থাকে। স্হানীয় এগিয়ে আসলে সকলে চেষ্টায় কোদাল ও হাত দিয়ে মাটি সরাতে থাকে এবং একপর্যায়ে তার( রুবেল) হাতে কোদাল বেঁধে গেলে নিশ্চিত হয়ে মাটি সরিয়ে তাকে জীবিত উদ্ধার করে।
হাবিব নামে স্হানীয় এক ব্যক্তি বলেন,উপর থেকে মাটি কাটতে কাটতে নিচে অংশে একটু ভিতরে কাটায় উপর থেকে মাটি দেওয়াল ভেঙ্গে পড়ে। মালিক পক্ষের উচিত শ্রমিকে নিরাপত্তা নিশ্চিত করে ঝুকিপূর্ণ কাজ করা। এবং ইন্জিনিয়ারের পরিকল্পিত প্লানে কাজ করলে এ ধরনের ঝুঁকি থাকে না।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন সাব অফিসার মো.আসলাম হোসেন খন্দকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাটিচাপায় আটকা পড়া শ্রমিকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. আবিদ হোসেন বলেন,ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে আনার পরে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। তার বড় সমস্যা পাওয়া যায়নি। তিনি ভালো ও শংকামুক্ত আছেন।