জেলা প্রতিনিধি,শেরপুরঃ
শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এক বিদ্রোহী প্রার্থীর ছেলে ও একজন বিদ্রোহী প্রার্থীর পিতাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে দলীয় নেতা কর্মিদের মধ্যে। জানা গেছে,বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন হাতিবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন। মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগ প্রার্থী মোঃ নুরুল আমিন দোলার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাছির উদ্দিনের পিতা বিএনপি নেতা ওবাইদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এছাড়া গত নির্বাচনে ঝিনাইগাতী সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হন আবু বকর সিদ্দিক তোতা। তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে ওই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার ছেলে শাহাদাৎ হোসেনকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেয় । শাহাদাত হোসেন দেশের বাইরে থাকেন বলে দলীয় নেতা কর্মিদের অভিযোগ।নেই দল ও জনগনের সাথে কোন সম্পৃকতা। ওবাইদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় মনোনয়ন বঞ্চিত ৫ প্রার্থী আওয়ামী লীগের নেতা কর্মিরা সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য দেন। সংবাদ সম্মেলনে বলা হয়েছে হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির কমিটিতে তিনি ২১ নং সদস্য। ওবায়দুল ইসলাম।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024