স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের লাউডোব এলবি শুভেচ্ছা সমিতীর আয়োজনে দুস্ত হতদরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরন করা হয়।উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য,আইন ও বিচার বিভাগীয় সংসদীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডঃগ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি।এ সময় তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে হবে।উপহাসকারীদের সকল উপহাস ছুড়েফেলে গড়ে ততুলেছে ডিজিটাল বাংলাদেশ।ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র রুখেদিয়ে পদ্না সেেতু দৃশ্যমান করেছেন।গ্রামের ভুতুড়ে পল্লীকে ও ককরেছেন বিদুৎতের আলোয় আলোকিত।ব্রীজ, কালভাট,রাস্তা,স্কুল, কলেজ, মন্দির,মসজিদ মাদ্রাসা,হাসপাতাল সসহ নাবলা আজ উন্নয়ন কর্মকান্ড দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা আজ দেশের সাধারন মানুষ সহ বিশ্ববাসী অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। বাঙ্গালীর হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠতম সেই পুরুষ তিনি,একটি স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে অসাম্প্রদায়িক বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব
কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এলবিশুভেচ্ছা সমবায় সমিতীর প্রতিষ্ঠাতা নির্মল বিশ্বাস। দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভুইয়া, সাংবাদিক ছাব্বির হোসেন,স্বপন কুমার রায়, শামিমহাসান মামুনুুর রশীদ,মনিরুল ইসলাম খান ইউপি সদস্য বিভাস পাইক,গৌতম মন্ডল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা
এর আগে বিকালের দিকে গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি লাউডবোব বানীশান্তা সেতুর শুভ উদ্ধোদন করেন