মোঃ আসাদুজ্জমান আপেল পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় ঃ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা‘র সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বিকেলে পঞ্চগগ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে জয়িতাদের সম্মাননা প্রদানের আয়োজন করে।
পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক একেএম ওয়াহিদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত শীর্ষক সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা নিবার্হী অফিসার আরিফ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন, নারী মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলা পযার্য়ে পাঁচজন এবং সদর উপজেলার পাঁচজন নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অর্থনৈতিকভাবে সাফল্য ক্যাটাগরীতে মোছা,এ্যামি আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে মোছা. সাবিনা ইয়াসমিন, সফল জননী রহিমা খাতুন, নিযার্তনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীব শুরু করা মোছা. সাহেদা বেগম,ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুনকে সম্মানননা প্রদান করা হয়।
পঞ্চগড়।
০৯.১২.২০২১