রুহুল আমিন, পবিপ্রবি প্রতিনিধি:
শীতের রুক্ষতাকে রুখে দিয়ে ও শীতের বাহারি আমেজকে বরণ করে নিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বকুলতলায়(টিএসসির সম্মুখে) গত ৯ই ডিসেম্বর, বৃহস্পতিবার প্রথমবারের মতো পালিত হয়েছে হিম উৎসব।
পবিপ্রবি প্রাঙ্গণে শীত আসে,শীত চলে যায়।শীতের রুক্ষতায় কাঁপে পুরো পবিপ্রবি।শূণ্য বকুলতলায় শীতের রাতে টুপটাপ ঝরে পরে বকুলফুল।এবারে শীতের সেই রুক্ষতাকে দূরে সরিয়ে,স্নিগ্ধতার সেই স্পর্শে কুয়াশার চাদর গায়ে জড়িয়ে,উষ্ণ প্রাণের প্রত্যাশায় হিম উৎসবের আয়োজন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা।এই আয়োজনে সার্বিকভাবে সহায়তা করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শীতের আগমনী গান নিয়ে তাই বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলে হিম উৎসবের আয়োজন। উৎসবকে আলিঙ্গন করতে উক্ত উৎসবে অংশগ্রহণ করে পবিপ্রবির শিক্ষার্থী। একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায়, সকলে মিলে গান গেয়ে শীতের সেই শূণ্য বকুলতলাকে রাঙিয়ে তুলে।
বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের সাথে কথা বললে জানায়, এটি অসাধারণ একটি সুন্দর ব্যাতিক্রম আয়োজন ছিল।
এরকম আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।