স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের তিনটি বসত বাড়িতে হামলা চালানো হয়েছে। দখল করে নিয়েছে কোটি টাকা মুল্যের ১.৩৫ একর জমি। ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বৃহস্পতিবার দুপুরে হামলা চালিয়ে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের লাউকাঠি বাজার এলাকার এসব জমি দখল করে নেয়।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে সাগর মালি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সাগর মালি বলেন পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ইসমাইল হাওলাদার ও জাকির শেখের নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসী দেশী তৈরী রামদা, লাঠিসোটা নিয়ে আমাদের বসত বাড়িতে হামলা চালিয়ে ৩ টি বসত ঘর ভাঙচুর ও লুটপাট করে। তারা আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১.৩৫ একর জমিও দখল করে স্তাপনা নির্মাণ শুরু করেছে। বর্তমান বাজার মূল্যে ওই জমির দাম এক কোটি টাকা। প্রতিপক্ষের হামলায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি সাগর মালির। এ জমি নিয়ে মামলা চলমান আছে বলেও দাবি তার। সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা লিখিতভাবে সদর থানায় জানানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান সাগর মালি।
এ ব্যাপারে জানতে চাইলে ইসমাইল হাওলাদার হামলার ঘটনা অস্বীকার করেন এবং ওই জমি তারা ২০১৫ সালে কিনেছেন এবং জমির মালিকানা তাদের । হামলা ভাংচুর, লুটপাটের বিষয়টি অস্বীকার করেছেন।
পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, মানিক মালি, #