এইচ এম শহিদুল ইসলাম
পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় জেল থেকে ফিরেই সংবর্ধিত হলেন পেকুয়া সদর ৬ নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপির সদস্য দিদারুল ইসলাম। ৯ ডিসেম্বর ওই জনপ্রতিনিধির আগমনকে ঘিরে ব্যাপক শোডাউন হয়েছে। এ সময় তাকে বরণ করতে ৬ নং ওয়ার্ড থেকে বিপুল জনগন গাড়িবহর নিয়ে পেকুয়া-চকরিয়ার সীমান্তবর্তী স্থান বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মাদ্রাসা পয়েন্টে জড়ো হন। শত শত কর্মী সমর্থকরা তাকে নিয়ে পেকুয়ার দিকে রওয়ানা দেন। এ সময় গাড়ী বহরসহ ভোটাররা মগনামা-চকরিয়া সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে গাড়ীবহর নিয়ে শো-ডাউন শেষে তাকে সংবর্ধিত করা হয়েছে। সদর ইউনিয়নের সাবেকগুলদিতে সংবর্ধনা সমাবেশ অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি ও সদর ইউপির ৬ নং থেকে নির্বাচিত সদস্য দিদারুল ইসলাম। এ সময় বক্তব্য দেন যুবলীগ পেকুয়া উপজেলা শাখার জৈষ্ঠ্য নেতা মুহাম্মদ মহিউদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল মোস্তফা, পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার মিজানুর রহমান, আবদুল হামিদ সিকদারপাড়ার তামিম, সরকারীঘোনার আরফান, সাবেকগুলদি সমাজ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, সমাজ প্রতিনিধি ছওয়ার আলম প্রমুখ। এ সময় সংবর্ধিত অতিথি ইউপি সদস্য দিদারুল ইসলাম সংবর্ধনা মঞ্চ থেকে জনগনের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। জনগন ২৮ নভেম্বর এর কঠোর জবাব দিয়েছে। ষড়যন্ত্রকারীকে মানুষ কিভাবে প্রত্যাখ্যান করে এর প্রতিফলন এ ভোটে হয়েছে। আমি কারাগারে ছিলাম। জনগন বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। জিতিয়ে এসেছি বলে আমি আজকে জেল থেকে বের হয়েছি। জনগনের এই ভালবাসা ও প্রতিদান আমি ও আমার পরিবার কখনো শোধ করতে পারবো না।