দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধীঃমোস্তাফিজ সালাম সজীব ।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ হযরত আলী নামের একজন বীর মুক্তিযোদ্ধা স্বপরিবারে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় কর্মীদের উপর হুমকি ধামকির ঘটনা ঘটেছে। এতে মুক্তিযোদ্ধা পরিবারটির মাঝে তথা নৌকার কর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের কাঠারবিল বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, হাতিভাংগা ইউনিয়নে নৌকার প্রার্থী মাহমুদা চৌধুরীর পক্ষে নির্বাচনে কাজ করায় আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী আবুল কালাম ও তার কর্মীরা তাদেরকে প্রকাশ্যে ব্যবসা বানিজ্য নষ্ট করে দেওয়ার হুমকি দিয়ে যায় ।
বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর ছেলে মোঃআনিসুর রহমান পেজায় একজন কাপড়ের ব্যবসায়ী।সে জাতীয় দৈনিক আলোচিত কন্ঠকে জানায়, আমরা মাহমুদা চৌধুরী আপার নৌকার পক্ষে নির্বাচন করায় আমাদেরকে আবুল কালাম এর লোকজন শুরু থেকেই হুমকি ধামকি দিয়ে আসছে । শুক্রবার সন্ধ্যায় আমি আমার দোকানে বসে ছিলাম । সে সময় বিদ্রোহী প্রার্থী আবুল কালাম ও তার সাঙ্গ পাঙ্গরা প্রায় ২০/২৫ জন আমাকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে নিষেধ করে ও নৌকার পক্ষে কাজ করলে আমাকে ও ব্যাবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করবে বলে হুমকি দিয়ে যায়।
শনিবার দৈনিক আলোচিত কন্ঠ ও সাপ্তাহিক একুশে সমাচার পত্রিকার সাংবাদিক মুক্তিযোদ্ধা পরিবারের বয়ান শুনতে গেলে আবুল কালাম সেখানে বাধা প্রদান করে এমন কি ক্যামেরা বন্ধ করতে বাধ্য করে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং পদবলে দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার কামরুন্নাহার শেফা আলোচিত কন্ঠ এবং একুশে সমাচার কে বলেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কেউ কোন অভিযাগ করেনি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।