মোঃ মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল দেশের প্রত্যেক মানুষ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি সুখী, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তার সেই লক্ষ্য আজ পূরণ হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানসহ এমন কোনো খাত নেই যেখানে তথ্যপ্রযুক্তি ব্যবহার হচ্ছে না।
১২ ( ডিসেম্বর) ২১ রবিবার সকাল ২০ টায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন।
এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. বেল্লাল হোসেন, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূর নবী প্রমূখ।