রোকন উদ্দিন তাহিরপুর প্রতিনিধি সুনামগঞ্জ।
সামাজিক সংগঠন ওয়ার্ড ভিশনের ৫০ বছর পূর্তিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪ হাজার ৬ শত তালিকাভুক্ত শিশুকে শীত বস্ত্র বিতরণ করা হয়।সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এই শিতবস্র বিতরণ করা হয়।অনুষ্ঠানের শুরুতেই ওয়ার্ল্ড ভিশনের ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তিতে প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।পরে তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার বিভুধান বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলার গনমানুষের নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ওসি আব্দুল লতিফ তরফদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ইয়াহিয়া তালুকদার, ইয়াহিয়া সাজ্জাদ প্রমুখ।এ সময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।