এস এম ফারুক আহমেদ,
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের সখীপুরে খাবার খেয়ে শিশুসহ এক পরিবারের আটজন অচেতন। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বিন্নাখাইড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলো ওই এলাকার মীর আব্দুল্লাহ (৪২), তার স্ত্রী ফারজানা (৩২), ছেলে মুহিম (০৮) এবং ওই পরিবারের আবদুল মজিদ (৬৩), মীর নায়েব আলী (৬৭), মীর আরাফাত (২৪), জমিলা বেগম (৬০) ও কদ ভানু (৫০)। কে বা কারা খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দিয়েছে বলে ধারনা করছে ওই পরিবারের অন্যান্যরা।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের মতো ভর্তা ও ভাজি দিয়ে সকালের খাবার খায় সবাই। খাবার খাওয়ার ২০ বা ৩০ মিনিটের পর ভালো লাগছে না, অস্থির লাগছে বলে পর্যায় ক্রমে সবাই ঘুমিয়ে পড়ে। প্রতিবেশিরা দুপুরের একটু আগে ওই বাড়িতে গিয়ে দেখে সবাই ঘুমিয়ে আছে। ডাকাডাকি করলেও কেউ কথা বলে না। এসময় তারা চিৎকার করলে আশপাশে থেকে অন্যেরা এগিয়ে আসে।
স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চেতন হওয়া ফারজানা আক্তার জানায়, সকালে ভাত খাওয়ার পর প্রথমে আমার শ্বাশুড়ি বলে ‘কেমন যেনো লাগে, ভাল্লাগে না’ বলেই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর আমারও যেন কেমন মাথায় চক্কর দেয়। ভমি আসে। পরে আমিও ঘুমাতে যাই। এ ভাবে আমাদের পরিবারের ৮ জন অচেতন হয়। প্রতিবেশিরা আমাদের হাসপাতালে ভর্তি করান।
স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক। ওনারা সবাই হাসপাতালে ভর্তি আছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা.আজিমুদ্দিন বলেন, অনেক আগের শুটকি মাছ খেয়ে এ রকম হয়ে থাকতে পারে। তবে অন্য কোনো লক্ষণ তাদের মধ্যে নেই। প্রাথমিক চিকিৎসা দিয়ে আজ সোমবার সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।