নাটোর বিশেষ প্রতিনিধি
পরিবার পরিকল্পনা,মা ও শিশু স্বাস্হ্যসেবা গ্রহণ করি বাল্যবিয়ে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে সিংড়া উপজেলা হলরুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ১৮-২৩ ডিসেম্বর ২০২১অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম শফিক চেয়ারম্যান,উপজেলা পরিষদ সিংড়া, ডাঃ মেহেদী মাহাবুব পাভেল, মেডিকেল অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সিংড়া, মোঃ শাহাদৎ হোসেন উপজেলা মৎস্য অফিসার সিংড়া, মোঃ রফিকুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন অফিসার, মোঃ মাসুদ পারভেজ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী, মোঃ শফিকুল ইসলাম উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবারের সার্বিক মঙ্গল উন্নতিসাধন করায় পরিবারের পরিকল্পনার লক্ষ্য। টেকসই উন্নয়ন লক্ষ্য বাংলাদেশে মাতৃমৃত্যুর ২০৩০ সালের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে।