আসাদুজ্জামান খান লিপন, কিশোরগন্জ প্রতিনিধি
ঃ র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নান্দলা বাজার এলাকা হতে ৫০(পঞ্চাশ)কেজি গাজা, ০৪টি মোবাইল এবং ০১টি প্রাইভেট কার‘সহ ০৩(তিন) জন মাদক ব্যবসায়ী আটক।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৫ ডিসেম্বর ২০২১খ্রি. সময় ০০.২০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নান্দলা বাজার এলাকা হতে আসামী ১। মোঃ
ছিফত আলী(৪০), পিতাঃ মৃত সায়েদ আলী, সাং-উত্তর বেজুড়া, ইউনিয়ন-জগদীশপুর, ২।আঃ রহিম (৩৫), পিতা-মুস্ত মিয়া, সাং চৈতন্যপুর, ইউনিয়ন-চৌমুহনী, ৩। মোঃ আলম খান(৩২)(ড্রাইভার), পিতা-রইচ আলী, সাং-দক্ষিণ বেজুড়া, ইউনিয়ন-জগদীশপুর, সর্ব থানা-মাধবপুর, জেলা- হবিগঞ্জদ্বয়কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৫০(পঞ্চাশ)কেজি গাজা, ০৪টি মোবাইল এবং ০১টি প্রাইভেট কার‘সহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির
বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।