তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান উদ দৌলা, উপজেলাআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, খাদ্য পরিদর্শক বিএম মুশফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান লাকসাব, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া, সাংবাদিক রাজন চন্দ প্রমুখ
উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, এ বছর তাহিরপুর উপজেলায় ২৮৪ মেট্টিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনকালে একাধিক কৃষকের কাছ থেকে ১ হাজার ৮০ টাকা মণ দরে ৩ টন করে ধান সংগ্রহ করা হয়েছে।