মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিজয়ের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। জেলা ও পুলিশ প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও বিভাগের উদ্যোগে আজ পালন করা হচ্ছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ভোরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার বন বিভাগ, কক্সবাজার টুরিস্ট পুলিশ, কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের নেতৃবৃন্দ বধ্যভূমিতে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এর আগে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৯ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ ও জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মনোজ্ঞ ডিসপ্লেতে অংশ নেয়। এ সময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের খেলাধুলা, কারাগার ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদ, মন্দির, গির্জা ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, বিয়াম মিলনায়তনে বীর মুক্তিযুদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাত ও সংবর্ধনা, বিকেলে মাননীয় প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠে অংশগ্রহণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি রয়েছে।