রাম বসাক, শাহজাদপর,সিরাজগঞ্জ
মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আজ বৃহস্পতিবার শাহজাদপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয়ের ৫০ বছর পূর্তিতে স্থানীয়
প্রশাসনের পক্ষ থেকে শাহজাদপুর
সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সারাদিন ব্যাপী এক
অভিন্ন কর্মসূচির আয়োজন করে।
দিনের শুরুতে ৫০বার তোপধ্বনির
মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ
সূচনা করা হয়।
সকাল ৮ ঘটিকার সময় শাহজাদপুর
উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভে স্থানীয়
উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল,শাহজাদপুরক প্রেসক্লাব সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবি সংগঠনের
পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা
নিবেদন করে পুস্প স্তবক অর্পন
করা হয়। সকাল ৯ টায় শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে
উপস্থিত থেকে অনুষ্ঠানে শুভ সূচনা করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসার জনাব আজাদ রহমান।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও সাদা পায়রা কবুতর অবমুক্ত করেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান জনাব প্রফেসর আজাদ রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, শাহজাদপুর
সার্কেলর অতিরিক্ত পুলিশ শাহজাদপুর হাবিবুল আলম, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহিদ মাহমুদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি পুলিশ, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
ছাত্রছাত্রীদের স্মিত বিজয় দিবসের
কুচকাওয়াজের সালাম গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করেন।
সকল ১১ ঘটিকায় শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধােদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর সভার মেয়র জনাব মনির আক্তার খান তরু লোদী ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব লিয়াকত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহ মোঃ শামসুজ্জোহা।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহিদ মাহমুদ খান, বীর পুত্রগণ বাবু বিনয় কুমার পাল,
মুক্তিযুদ্ধো আব্দুল সাত্তার, মুক্তিযোদ্ধা আজাদ শাহনেওয়াজ ভূইয়া, আব্দুল মতিন প্রমুখ।
অনুষ্ঠান।