
মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলা জেলা প্রশাসনের নতুন অভিভাবক ডা. শামীম রহমান দায়িত্ব গ্রহণের পরদিনই জেলার সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় করলেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা সাংবাদিক সমাজের উৎসাহ, প্রত্যাশা ও সহযোগিতায় ছিল ভরপুর।
সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন আলোচনায়।
সংশ্লিষ্টরা জেলার সমস্যা, সম্ভাবনা, উন্নয়নচিত্র, জনদুর্ভোগ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন। বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক আলহাজ্ব শওকাত হোসেন, এমএ বারী, নজরুল হক অনু, মোকাম্মেল হক, উমর ফারুক, মাকসুদুর রহমান, ইউনুস শরীফ, জহিরুল হক, আল-আমিন শাহরিয়ার, শাহাদাত শাহীন, সাগর চৌধুরী, আব্দুস শহিদ তালুকদার, শিমুল চৌধুরী, এইচএম জাকির, মিজানুর রহমান, রিয়াজ রবীব খানসহ অনেকে।
মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর বুধবারই গণমাধ্যমের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক আলোচনাকে “সহযোগিতার সেতুবন্ধন” হিসেবে দেখেন নতুন জেলা প্রশাসক। তিনি বলেন—
“আমি দুই হাত প্রসারিত করে ভোলার মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। প্রশাসনের সার্থকতা কেবল সিদ্ধান্তে নয়, জনগণের অংশগ্রহণেই প্রকৃত সফলতা আসে।”
ভোলাকে নিজের দায়িত্বের থেকেও বেশি একটি অঙ্গীকারের জায়গা হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন—
“ভোলা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়—এটি মানুষের বিশ্বাস ও প্রত্যাশার স্থান। আমি চাই স্বচ্ছ, দক্ষ ও সহমর্মী এমন একটি প্রশাসন গড়তে, যেখানে প্রতিটি মানুষ ন্যায়বিচার ও সেবার নিশ্চয়তা পায়।”
তিনি জানান, জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো আরও গতিশীল করা হবে। অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি ও আইনশৃঙ্খলা—প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চান তিনি।
ডা. শামীম রহমান বলেন—
“ভোলাকে আরও আলোকিত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষক, ব্যবসায়ী, কৃষক ও তরুণ সমাজকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। আমরা একসাথে থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।”
তিনি আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন ও জনকল্যাণমূলক উদ্যোগগুলোর সফল বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন—
“সহযোগিতা ও সমন্বয়ই উন্নয়নের চাবিকাঠি।”
প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভাটি গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে একটি বিশ্বাস ও সহযোগিতার নতুন অধ্যায় তৈরি করেছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।