মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদরাসা চত্বরে মাদরাসার নিজস্ব অর্থায়নে ছয় তলা ভিত বিশিষ্ট “অধ্যক্ষ মাওঃ শামছুদ্দিন” ভবন এর ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করা হয়। একই সাথে মাদরাসার নিজস্ব অর্থায়নে সুবিশাল মনোরম কুরআনের রেহাল সম্বলিত প্রধান ফটক ও মাদরাসা পরিচালিত হযরত শাহ তুরকান রহঃ হিফজুল কুরআন মাদরাসা উদ্বোধন করা হয়।
আজ ২০ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় অত্র মাদরাসার অধ্যক্ষ মাও. মো. হাফিজুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামলীগের সভাপতি ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, শেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নজমুল ইসলাম সেখ।
সভায় আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সহ-সভাপতি জনাব খয়বর হোসেন খান, বিশিষ্ট চিকিৎসক কেএম রহমতুল বারী, উলিপুর মহিলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাই, খামারকান্দি দাখিল মাদরাসার সুপার আবুল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সুধী ও সাংবাদিকবৃন্দ।