মমিনুল হক রাকিবঃ
রাজধানীর গুলশানে মধ্যরাতে বেপরোয়া গতিতে বিএমডব্লিউর চাকার নিচে পা হারানো নারী পুলিশ সার্জেন্টের বাবা ও বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজংয়ের (৬২) বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুর্ঘটনা সংশ্লিষ্ট গাড়ির চালক সাইদ হাসান।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মনোরঞ্জন হাজংয়ের মেয়ে মহুয়া হাজংয়ের বাদী হয়ে মামলা দায়েরের দুদিন আগেই গত ১৪ ডিসেম্বর সাইদ হাসান এ জিডি করেন।
সাইদের দায়ের করা জিডি সূত্রে জানা যায়, তার গাড়িটি মনোরঞ্জনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়নি। বরং মনোরঞ্জনই বেআইনিভাবে উল্টো দিক থেকে এসে তার গাড়িতে ধাক্কা দেন। ফলে দুর্ঘটনায় তিনি এবং তার স্ত্রীই আসল ভুক্তভোগী।
উল্লেখ্য গত ২ ডিসেম্বর দিবাগত রাত ২টার পর রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি সড়কে মোটরসাইকেল আরোহী মনোরঞ্জন হাজংকে চাপা দেয় একটি বিএমডব্লিউ গাড়ি। সে সময় গাড়িতে ছিলেন এক নারীসহ তিনজন। গাড়িটি চালাচ্ছিলেন এক বিচারপতির ছেলে সাইফ হাসান। পরবর্তীতে পথচারীরা গাড়ির ড্রাইভার ও গাড়িটিকে আটক করে পুলিশে দেয়। কিন্তু কিছুক্ষণ পর বিচারপতির ছেলে ও তার বন্ধুদের ছেড়ে দেয় পুলিশ। আর আহত মনোরঞ্জনকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে।