মোঃ মজিবর রহমান শেখ,,
গায়ে ময়লা জামা ও অগোছালো চুল। হাতে একটি ছেঁড়া পোস্টার নিয়ে প্রতিপক্ষ প্রার্থীর বিচারের দাবি নিয়ে থানায় হাজির এক মেম্বার প্রার্থী। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে তথ্য সংগ্রহে ঠাকুরগাঁও জেলার সদর থানায় গেলে এমন এক দৃশ্য সাংবাদিকের চোখে পরে। তার পোস্টারও ছিঁড়ে দেওয়া হয়েছে। ছেঁড়া পোস্টার নিয়েই থানায় অভিযোগ করতে যান তিনি। তবে পুলিশ তাকে নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিতে বলেছে। রোববার (২৬ ডিসেম্বর) ঐ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেম্বার পদপ্রার্থী ফজলুলের মার্কা বৈদ্যুতিক পাখা। দেখা যায়, থানার ওসি তদন্ত সহ বেশকিছু পুলিশ কর্মকর্তা থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। সেখানেই ময়লা ও অগোছালো চুলের একজন বৃদ্ধ হাতে ছেঁড়া পোস্টার নিয়ে পুলিশের কাছে আকুতি জানাচ্ছেন। কখনও বা পুলিশের পা ধরার জন্য এগিয়ে যাচ্ছেন। পুলিশের কাছে অভিযোগ জানানোর সময় অনেকটা অসহায় দেখা গেছে তাকে। কথা হয় সেই বৃদ্ধের সঙ্গে। তিনি সাংবাদিকদেরকে জানান, তার নাম ফজলুল হক। ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বেগুনবাড়ির ইউনিয়নের ৫ নং- ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী তিনি। ফজলুলের নির্বাচনী প্রতীক বৈদ্যুতিক পাখা। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীদের চাপে তিনি নির্বাচন করতে পারছেন না। তিনি আরো বলেন ‘৫ নং- ওয়ার্ড থেকে আমরা ৭ জন মেম্বার প্রার্থী আছি। প্রতিপক্ষরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। মোরগ মার্কার প্রার্থী মোঃ মহসিন আমার পোস্টার ছিঁড়ে ফেলতেছেন। আমাকে মারধর করছেন। আমাকে আমার নিজের বাসায় ঢুকতে দিচ্ছেন না। আমি এর বিচার চাই। নিজের নিরাপত্তা চাই। কিন্তু কেউ আমাকে সাহায্য করছে না। পুলিশের কাছে এসেছি। তারাও আমাকে তাড়িয়ে দিচ্ছেন। ’অভিযুক্ত মেম্বার প্রার্থী মোঃ মহসিন সাংবাদিকদেরকে বলেন, ‘ফজলুল হক আমার চাচা। তার মাথায় একটু সমস্যা আছে। তার পরিবারের লোকজন আমার নির্বাচন করছে। তাই আমার নামে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছেন তিনি।’এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভীরুল ইসলাম নাটি নাটি সাংবাদিকদের কে বলেন, ‘মেম্বারপ্রার্থী ফজলুল হক আমার কাছে এসেছিলেন। তিনি বেশকিছু অভিযোগ করেছেন। তাকে নির্বাচন কর্মকর্তা বরাবর অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।’
মোঃ মজিবর রহমান শেখ