স্বপন কুমার রায় খুলনা ব্যুরোপ্রধান
শুভ বড়দিন উপলক্ষে খৃষ্টধর্মের অনুসারীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য,আইনও বিচার বিভাগীয় সংসদীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডঃগ্লোরিয়া ঝর্ণা সরকার এম পি।
এ সময় তিনি বলেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বেথলেহেমে জন্ম নেন।খ্রিস্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচার এবং মানব জাতীকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটেছিল।অন্যান্য দেশেরমতোবাংলাদেশেরখৃস্ট্রীয়ধর্মাবলম্বীরা
যথাথত ধর্মীয় আচার, আনন্দ উৎসব ও প্রর্থনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করবেন। উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করতে প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশর খৃষ্টান ধর্ম্বাবলম্বীরা। বড়দিন উপলক্ষে দেশের সব চার্চ রঙিন বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে। খ্রিস্টান পরিবারের বাসাবাড়িগুলো নানারকম বাতি ও বেলুনে সাজানো হয়েছে। বসানো হয়েছে ক্রিসমাস ট্রি। খ্রিস্টান ধর্মে বিশ্বাসীদের অনেকের ঘরেই বসানো হয়েছে প্রতীকী গোশালা।বেথেলহেমের গরিব কাঠুরের গোয়াল ঘরেই যিশুখ্রিস্টের জন্ম। সেই ঘটনা স্মরণ করে বাড়িতে ধর্মীয় আবহ সৃষ্টি করতেই এটি করেন যিশুর অনুসারীরা।
দুই সহস্রাধিক বছর আগে এই শুভদিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। বেথেলহেমের এক গোয়ালঘরে কুমারি মাতা মেরির কোলে জন্ম হয়েছিল যিশু। খ্রিস্ট ধর্মানুসারীরা বিশ্বাস করেন কোনো পুরুষের স্পর্শ ছাড়াই যিশুখ্রিস্টের জন্ম হয়। সেই অর্থে তিনি ঈশ্বরের পুত্র। সৃষ্টিকর্তার অপার মহিমায় সেখান থেকেই বিকশিত হয় মুক্তির এই আলোর দিশারী। যার আগমন পাপের আবর্তে নিমজ্জিত মানুষের অন্তরে এনে দেয় শান্তির পরশ।