তাহিরপুর প্রতিনিধি।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যিশু খ্রিস্টের জন্মক্ষণের আবহ ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি গির্জায়
মানুষে-মানুষে সম্প্রীতি আরও দৃঢ় করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান এসেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে।
বড় দিন উপলক্ষে তাহিরপুরের গির্জাগুলো সেজে উঠেছে নানা রঙে।
খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে বলা হয়েছে, খ্রিস্ট ধর্ম প্রচারক যিশু খ্রিস্টের জন্মকাহিনি বড়দিনের উৎসবের মূলভিত্তি। বড় দিনের বিশেষ প্রার্থনা, ক্যারোল গান আর নানা বয়সী মানুষের মিলনমেলায় মুখরিত প্রতিটি বাড়ি। বড়দিনের বিশেষক্ষনে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার জননন্দিত উপজেলা চেয়ারম্যান বাবু করোনা সিন্ধু চৌধুরী বাবুল, উপস্থিত ছিলেন বাদাঘাট সরকারি কলেজের অধ্যক্ষ জনাব জুনাব আলী,উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য সেলিম আখন্জি, আওয়ামী লীগ নেতা মুহিত চৌধুরী, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা হাবিবুর রহমান খেলু, খসরু ওয়াহিদ চৌধুরী, সন্তান কমান্ড নেতা আশরাফুল আলম,যুবলীগ নেতা ও সাংবাদিক আবুল কাশেম, সাবেক ছা্ত্রলীগ সভাপতি আবুল বাশার, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, যুবলীগ নেতা মিল্লাদ হোসেন তোফায়েল হক প্রমুখ।জনাব করোনা সিন্ধু চৌধুরী বাবুল খৃষ্টীয় ধর্মের ভাই বোনদের সাথে কুশল বিনিময় কালে বলেন।
জাতিতে জাতিতে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যিশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ‘খুবই প্রাসঙ্গিক’।
তিনি বলেন, যিশু খ্রিস্ট পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানিয়ে মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা দিয়েছেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রেখে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান।