মোঃআফজাল হোসেন শান্ত,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (২৬ ডিসেম্বর) সকালে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিতাস গ্যাসের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
এসময় প্রায় তিন শতাধিকের অধিক বসতবাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।তবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় খুশি এলাকাবাসী।
তিতাস বলছে, বিভিন্ন সময় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবুও প্রভাবশালীদের ছত্রছায়ায় বারবার সংযোগ দেওয়া হচ্ছে।
রাজধানী এবং এর আশপাশে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ সংযোগের কারণে মাসে প্রচুর পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
তাদের এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রক্রিয়া চলমান