তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তনদী যাদুকাটা নদীর বালু মহাল (এক) দীর্ঘদিন প্রশাসনিক জটিলতায় বন্ধ থাকার পর পূনরায় ইজরারদারদের সীমানা নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান সরেজমিন এসে সার্ভিয়ারের মাধ্যমে ইজারাদারকে নদীর তীরে লাল নিশানা টাঙ্গিয়ে সীমানা নির্ধারন করে দেন।
সিমানা নির্ধারনের সময় উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুবুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আজাদ হোসাইন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি জিয়াউল হক, কাজী ফরহাদ হোসেন সহ বিভিন্ন ইলেকটনিক ও প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ।