মোঃ আসাদুজ্জমান আপেল পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় : কুয়াশা ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
তীব্র শীতে নিম্ন আয়ের মানুষজন কাহিল হয়ে পড়েছে।
গরম কাপড়ের অভাবে আনেক নিম্ন আয়ের মানুষজন বাসা বাড়ি ও রাস্তার পাশে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
ভোরে কুয়াশা থাকার কারণে শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলোকে চলাচল করতে দেথা গেছে।
গরম কাপড়ের অভাব ও তীব্র শীতে কাজের সুযোাগ কমে যাওয়ায় নিম্ন আয়ের মনুষগুলো চরম বিপাকে পড়েছে। সন্ধ্যা না হতেই মানুষজন প্রয়োজনীয কাজ সেরে যে জার মতো করে বাড়িতে ফিরে যাচ্ছেন।
সদর উপজেলার গাইঘাটা গ্রামের আব্দুল গণি জানান,পঞ্চগড়ে বিকেল থেকে ভোর পর্যন্ত খুব শীত। গরম কাপড় না থাকায় পরিববার নিয়ে খুব কষ্ট করে থাকতে হয়। কেউ আমাদের খোজ ও নেয় না ।
ব্যাটারি চালিত অটো চালক বাবুল জানান, ভোরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে যাত্রীরা বাড়ি থেকে বের হয় না। আমরাও ভাড়া পাই না। অটো নিয়ে স্টানে বস থাকতে হয়। ভাড়া না থাকায় খুব কস্টে দিন যাপন করতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল শাহ জানান, পঞ্চগড়ে তাপমাত্রা উঠা-নামা করছে। গত মঙ্গলবার(২৮ ডিসেম্বর) তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল
৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস.।
২৯/১২/২০২১