মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ
সাতক্ষীরা তালা উপজেলার তেরছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার মাধ্যমিক শ্রেণীর সরকারি ১’শ কেজি বই কেজি দরে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসা সুপার শফিকুল ইসলামের বিরুদ্ধে । এ বইগুলো তালা উপজেলার তেরছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার বই বলে জানা গেছে।
আনছার আলী নামের ফেরিওয়ালা বইগুলো মাদ্রাসা হইতে নিয়ে যাওয়ার পথে তালার আড়ংপাড়া বাজারে স্থানী লোকজন বস্তা ভর্তি ভ্যানে ২০২১ সালের নতুন ১,শ কেজি বই আটক করেন।
ক্রেতা ফেরিওয়ালা আনছার আলী জানান,তেরছি দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম শফি মাধ্যমিক স্তরের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ৬ষ্ঠ থেকে দশম শ্রেনীর বইগুলো ভাঙ্গারি হিসেবে আমার কাছে বিক্রি করে দেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা১২ টার দিকে মাদ্রাসার সুপার শফিকুল ইসলামের কাছ থেকে ওজন মাপার যন্ত্রে – মাধ্যমিক স্তরের বাংলা,আকাইদ,ফিকাহ ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, ,কৃষি শিক্ষা, পৌরনীতিসহ বিভিন্ন বিষয়ের বই কিনে নেন। বইগুলো পরীক্ষা করে দেখা গেছে,এর মধ্যে ২০২১ শিক্ষা বর্ষের নতুন বই।
এদিকে তালা ইউএনও সরকারি বই বিক্রয় খবর জানতে পেরে ঘটনাস্থলে তালা মাধ্যমিক শিক্ষা অফিসার পাঠান। তিনি বইগুলো জব্দ করেন। তালা উপজেলার নির্বাহী অফিসার জানান বই বিক্রয় কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।