তাহিরপুরে প্রতিনিধি
স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনায় ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে।
তাহিরপুর উপজেলা প্রশাসন কর্তৃক ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২১ আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধনী দিনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার,কৃষি কর্ম কর্তা হাসান উদ দৌলা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিক মিয়া,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা হাবিবুর রহমান খেলু,খসরূ ওয়াহিদ চৌধরী,আসরাফুল আলম,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান সমাজ সেবা অফিসার তৌফিক আলম,মেলায় ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।প্রথম দিন বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীরা তাদের কার্যক্রম উপস্থাপন করেন পরে বিচারক মন্ডলিরা তাদের উপস্থাপনার উপর বিচার বিশ্লেষণ করে প্রতিযোগিদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্বাচন করেন,এবং বাকি প্রতিযোগী সবাই কে সান্তনা পুরুষ্কার বই উপহার দেন তাহিরপুর উপজেলার জননন্দিত উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল।