মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার
নেত্রকোণা জেলা প্রতিনিধি
মানব সেবার জন্য পাপড়ি রক্ত দান ফাউন্ডেশন নামে সেচ্ছাসেবী সংগঠন ২০১৮ ইং সালে প্রতিষ্ঠা করেন
জার জন্য স্বপ্ন দেখে ছিল নেত্রকোণা জেলার অদম্য মেধাবী ছেলে মোঃ ফিরোজ শাহ্
জীবিকার তাগিদে এক সময় প্রবাসে পা বাড়ালে দেশের প্রতি ছিল গভীর টান
এক সময় পাড়ি জমায় প্রবাস জীবনে জর্ডানে তবুও দেশের ভালোবাসার কমতি ছিল না
দৃষ্টান্ত স্হাপন করলো মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে
সেখান থেকে তার সেচ্ছাসেবী সংগঠন অনুপ্রেরনা জন্মায় স্বপ্ন দেখে মানুষের সেবা কি ভাবে করা যায় থেমে থাকেনি কর্মের পাশাপাশি সময় দেয় দেশের মানুষের ভালোবাসার প্রতি তৈরি করেতে থাকে ধীরে ধীরে সেচ্ছাসেবী এগিয়ে যায় শুরু করে রক্তদান কাজ খোজ খবর নেই রক্ত কার প্রয়োজন প্রথমে নিজের ভাই আত্মীয় স্বজনদের কাজ থেকে রক্ত নিয়ে অসহায় মানুষের রক্তদান করে
মানুষের ভালোবাসায় সিক্ত হন
এক সময় জর্ডান থেকে দেশে এসে নিজের রক্ত দান করেন অন্য আরেক জন্য দুস্ত গরীব অসহায় রোগীরকে এভাবে অন্যদের উৎসহ দেন পূর্নাঙ্গ ভাবে কয়েকজন সেচ্ছাসেবী নিয়ে পাপড়ি রক্ত দান ফাউন্ডেশন নামে সংগঠন তৈরি করেন শুরু হয় নতুন আশার আলো অনেকে তখন যোগদিতে তাকে সংগঠনে উপকৃত হতে তাকে অসহায় মানুষেরা
কিছু দিন পর আবার জীবিকার তাগিদে জর্ডান ছলে গেলেও থেমে নেই রক্ত দান কার্যক্রম
বর্তমানে বাংলাদেশে সমগ্র জেলায় গড়ে তুলেছে পাপড়ি রক্ত দান ফাউন্ডেশন নামে একদল সেচ্ছাসেবী
নিয়মিত করতেছে রক্ত দান
তাছাড়া সামাজিক উন্নয়ন কাজের নিয়োজিত অসহায় মানুষের সহযোগিতা করে আসছে পাপড়ি রক্ত দান ফাউন্ডেশন নামে সংগঠন টি
এই বিষয় প্রতিষ্ঠাতা ফিরোজ শাহ্ কাছে জানতে চাইলে বলেন রক্ত দান যে কোন সুস্থ মানুষ করতে পারে যার জন্য টাকা পয়সার দরকার হয়না অনেক গরিব অসহায় মানুষ আছে টাকার অভাবে চিকিৎসা সেবায় করতে পারেনা তাদের জন্য আমি এই সংগ্রহ টি করার চিন্তা করতাম এক সময়
এখন আমার এই চিন্তা আল্লাহ তায়ালা রহমতে সারা বাংলাদেশে আমার প্রিয় সেচ্ছাসেবী তৈরি হয়েছে বর্তমানে আমরা রক্তদানের পাশাপাশি সামাজিক উন্নয়ন কাজে নিয়োজিত আছি এখন আর রক্ত দান করতে কেউ ভয় পায়না সবাই এগিয়ে আসে
অসহায় মানুষের সহযোগিতা করে আসছি সমাজে যারা বিত্তবান শ্রেণি লোক আছে তাড়া যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে সামাজিক উন্নয়ন কাজে আরে বেশি নিয়োজিত করতে পারবো সর্বদায় চেষ্টা করি মানুষের ভালোবাসার মাঝে বেচে তাকতে
আর যাদের চেষ্টা আমরা মানুষের পাশে দাড়াতে পারছি তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ আশা করি বাংলাদেশ আল্লাহর রহমতর রক্তের জন্য কাহারো কষ্ট না হয়
সবাইকে নিয়ে আরো এগিয়ে যেতে চায়
তার জন্য সমাজে বিত্তবানদের পাশাপাশি সরকারের সহযোগিতা কামনা করছি