সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ সভা কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ছয় ইউনিয়নের ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৫৪ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কৃষ্ণ মোহন হালদার, নির্বাচন অফিসার মমিনুর আলম, সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, ওসি রাজীব কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, বড়ভিটা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
তারিখ : ৩০/১২/২০২১