পঞ্চগড় প্রতিনিধিঃ
৭৫ এর নৃশংস হত্যা কান্ডের পর আমরা সবকিছু হারিয়ে ফেলেছিলাম। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি । তারপরও বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় এখনো ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে । এই বই মেলা আমাদের জাতী গঠনে ব্যাপক ভূমিকা রাখবে । বুধবার বিকেলে পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উদ্বোধনের অনুষ্ঠানে এসব কথা বলেন রেল মন্ত্রী নূরুল ইসলাম সূজন । এর আগে বেলুন উড়িয়ে তিনি বইমেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন প্রমুখ । সরকারি অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপি এই বইমেলায় ৩২ টি স্টল অংশ নিয়েছে। বইমেলায় প্রতিদিন সন্ধায় স্থানীয় বিভিন্ন সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।