রুহুল আমিন, পবিপ্রবি প্রতিনিধি –
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২১-২২ এর জন্য মনোনীত হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্পে গবেষণায় জন্য এই ফেলোশিপ প্রদান করেছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফেলোশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।মোট ২৪৮৮ জন শিক্ষার্থী এবছর ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। এদের মধ্যে ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে ৮৮৮ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ৮৮২ জন, জীব ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে ৬৭৬ জন এবং নবায়ন ক্যাটাগরিতে ৪২ জন মনোনীত হয়েছেন।
পবিপ্রবি থেকে মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ৫৫ জন খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে, ৩জন ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে এবং ১জন বিজ্ঞান ও চিকিৎসা ক্যাটাগরিতে এই বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। মনোনীত সকলে গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ৫৪০০০ টাকা পাবেন।