কিশোরগন্জ প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে জামিনে মুক্তি পাওয়া ও ওয়ারেন্টের আসামী গন মামলার বাদিকে হুমকির দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়ার প্রবাসী মজলু মিয়ার স্ত্রী ও নরসিংদী জেলার বেলাবো উপজেলার বিন্নাবাইত ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোঃবাবু মিয়ার মেয়ে আনেছা আক্তার(৪০) তার অভিযোগ সূত্রে জানায়, ০৩/০৪/২১ ইং তারিখে রাত ১ ঘটিকার সময় মধ্য সালুয়ার আশ্রব আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫),ইসলাম উদ্দিনের ছেলে মোঃশাহ নেওয়াজ (২১) ও উত্তর সালুয়ার মন্জিল মিয়ার ছেলে মোঃউজ্জল মিয়া(১৯) মিলে কৌশলে আমার টিনের ঘরের দরজা খুলে আমাকে ধর্ষন করার চেষ্টা করিলে আমি নারী ও শিশু দমন ট্রাইবুনাল নং-২, কিশোরগঞ্জে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩)৯(৪)(খ)ধারায় একটি মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত সঠিক তদন্ত স্বাপেক্ষে ঘটনার সত্যতা যাচাই করে আসামিদের সাজা মঞ্জুর করলে আঃকুদ্দুস ও মোঃউজ্জল মিয়া জামিনে ছাড়া পেয়ে এখন রাত- বিরাতে আমার বাড়িতে প্রবেশ করে আমার ঘরের চালে ডিল ছুড়ে,টিনের বেড়ায় লাঠি দিয়ে আঘাত করে অশ্লীল গালিগালাজ করে। মামলা না তুললে আমাকে মেরে ফেলবে ও আমার বাচ্চাদের ধরে নিয়ে যাবে বলে হুমকি দেয়।এবং তাদের জামিনে আসতে যে টাকা খরচা হয়েছে তার জরিমানা দিতে হবে বলে কুদ্দুস মিয়া হুমকি দেয়।আমার স্বামী প্রবাসে আমি এখন আমার বাচ্চাদের নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।
এ বিষয়ে আনেছা আক্তার ২জানুয়ারি কুলিয়ারচর থানায় একটি সাধারন ডায়েরি করেন।
আনেছা আরো জানান যে,প্রায় ৩ মাস আগে বিজ্ঞ আদালত শাহনেওয়াজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কিন্তু থানা পুলিশের গাফিলতির জন্য শাহনেওয়াজ আমাকে হুমকি দিয়ে বড় গলায় বলে বেরায় পুলিশ আমাদের হাতের মুঠোয় থাকে। আমারা পুলিশকে পকেটে নিয়ে চলি।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন,এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব।এবং বিজ্ঞ আদালতের বিচারাধীন মামলার গ্রেফতারি পরোয়ানা জারি করা আসামি ধরার চেষ্টা চলছে।