স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রদান
তিন ফসলি কৃষিজমি নষ্ট করে বালু ভরাটের পরিকল্পনা দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করবে। কৃষিজমি নদ-নদী বনভুমি জলাশয় ও পাহাড় এবং জীববৈচিত্র নষ্টকরে উন্নয়ন কর্মকান্ড আব্যশক ও টেক সই কোনটাই না।জনবান্ধব ও পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন পরিক্ল্পনা বাস্তবায়নে সরকার কে আন্তরিক হতে হবে।
আজ ২ জানুয়ারী জাতীয় কৃষক সমিতির দাকোপ উপজেলা শাখার নেতৃবৃন্দদ এক প্রেসবিফিং এ বলেছেন আজ দাকোপের জমি তিন ফসলি জমিতে পরিনত হয়েছে।প্রচুর গোবাদি পশু কৃষকের সম্পদ।বিভিন্ন পর্যায়ের কৃষক বন্ধুগন অনেকখানি আর্থিক সচ্ছলতা উপভোগ করছিলেন।কিন্তু সম্প্রতি মোংলা বন্দর কতৃপক্ষ পশুর নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষে নদী ড্রজিং করে দাকোপ উপজেলার বানীশন্তা ইউনিয়নের
জনবসতির তিন ফসলী তিনশত একর জমিতে বালু ফেলার প্রস্তুতি গ্রহন করেছে। এর ফলে অত্র এলাকার
বসতবাড়ী সহ কৃষিজমি বালির স্তপের নিচে চাপা
পড়বে এবং কৃষি ফসল উৎপাদনের উপযুক্ততা বিলুপ্ত
হবে।এতে প্রায় একশত পরিবার বাস্তহারা ও কৃষিজীবী মানুষ কর্মহীন হয়ে পড়বে এবং জীববৈচিত্র
মারত্নক ভাবে বিনষ্ট হবে। বিস্তার ঘটে পার্শবর্তী এলকায় ও জনজীবন বিপযস্ত হয়ে পড়বে এবং কৃষি উৎপাদন ব্যবস্হা চরম ভাবে ক্ষতিগ্রস্হ হবে। নদীর নাব্যতা বৃদ্ধির বিপক্ষে নয় তবে এই কর্মসুচী গ্রহনের ফলে জনজীবন বিপর্যয় দেখা দেবে তার বিকল্প ব্যবস্হা গ্রহনের জন্য মোংলা বন্দর কতৃপক্ষের নিকট দাবী জানান।।
বিবৃতি প্রদান করেন জাতীয় কৃষক সমিতির উপজেলা শাখার সভাপতি গৌর পদ মল্লিক,সাধারন সম্পাদক শিমুল মন্ডল,ইউছুপ শিকদার,উদয় হাওলী,হিরন্ময় রায়,গৌরী মন্ডল,রিনা মিস্ত্রী,সুরান্জন বাইন,বিরেন্দ্রনাথ রায়,রবীন্দ্রনাথ রায়,ঠাকুরদাস বিশ্বাস, দিলীপ কুমার মন্ডল,শুধাংশু রায়,পলাশ পাইক,দ্বীপায়ন মন্ডল,অশোক সরকার প্রমুখঃ