মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
সরকার পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে কাজ করছে। আঙ্গিনা বাগান এর মাধ্যমে প্রান্তিক কৃষকদের পুষ্টিমানের উন্নয়ন ঘটবে। এ লক্ষ্যে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আজ বিকেলে ঈদগাঁও উপজেলার ঈদগাঁওতে ২৫ জন কৃষক- কৃষাণীর মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ সেবার মাধ্যমে কৃষি বিভাগ- ইউনিসেফ পার্টনারশিপ পুষ্টি প্রকল্পের আওতায় প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে ১৪ প্রকার বীজ বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ।
বিতরণকৃত বীজ এর মধ্যে ছিল লাল শাক, কলমী শাক, ঢেড়স- সাথী, পালংশাক, মরিচ, শিম, মুলা, পুঁইশাক, শশা, ধনিয়া, লাউ, মিষ্টি কুমড়া, করল্লা, চাল কুমড়া। সাথে প্রত্যেককে তিনটি করে মাস্ক ও একটি করে হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়। আগামীতে এসব কৃষকদেরকে গাছের চারা বিতরণ করা হবে বলে জানান ঈদগাঁও ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসাইন। তার মতে প্রদত্ত বীজগুলো বসত ভিটায় বপন করা হবে। তা থেকে যে ফসল আসবে তা পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সংশ্লিষ্টদের মধ্যে অর্থনৈতিক সচ্ছলতা আনবে। বিতরণ কালে ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, কৃষি বিভাগের স্থানীয় ফিল্ড ফ্যাসিলিটেটর রুবি শর্মা ও মোকাররম উপস্থিত ছিলেন।