মাগুরা প্রতিনিধি বোরহান উদ্দিন।
মাগুরা শ্রীপুরে সাপোর্ট ফর হিউম্যানিটি” সংগঠনের উদ্যোগে গত কয়েকদিন ধরে উপজেলার হাট শ্রীকোল, সরইনগর, খোর্দ্দরহুয়া গ্রামের অসহায় শীতার্ত মানুষের বাড়িতে গিয়ে প্রায় এক শতাধিক কম্বল বিতরণ করেন একদল তরুণ। নিজেদের উদ্যোগে এবং হাল্কেন্সটাইন ও ইনভেস্টোসিটি নামের দুটি অনলাইন ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় পুরো কার্যক্রম টি পরিচালনা করা হয়।
শ্রীপুরে “সাপোর্ট ফর হিউম্যানিটি” সংগঠনের উদ্যোগে গত কয়েকদিন ধরে উপজেলার হাট শ্রীকোল, সরইনগর, খোর্দ্দরহুয়া গ্রামের অসহায় শীতার্ত মানুষের বাড়িতে গিয়ে প্রায় এক শতাধিক কম্বল বিতরণ করেন একদল তরুণ। নিজেদের উদ্যোগে এবং হাল্কেন্সটাইন ও ইনভেস্টোসিটি নামের দুটি অনলাইন ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় পুরো কার্যক্রম টি পরিচালনা করা হয়।
সংগঠনটির সভাপতি সৌরভ কুন্ডু জানান, আমরা প্রতি বছর ঈদ, পূঁজা সহ অন্যান্য বিশেষ দিনগুলোকে সামনে রেখে আশেপাশের গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য সামান্য সাহায্য করার চেষ্টা করি। যাতে মানুষগুলো অন্তত এই বিশেষ দিনগুলো হাসিখুশি ভাবে কাটাতে পারে।
তিনি আরও বলেন, “সাপোর্ট ফর হিউম্যানিটি” গত এক বছর যাবত তাদের এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের সংগঠনের সামর্থ্য অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাবে।