রাম বসাক, শাহজাদপুর ( সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ ১১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। অনুষ্ঠানে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, স্মার্ট কার্ড না থাকলে নাগরিকত্ব পূর্ণতা পায় না। সকল তথ্য সম্বোলিত ১৫০টি প্রতিষ্ঠানে ব্যবহার্য্য স্মার্ট কার্ড যারা পেলেন আজ থেকে তাদের নাগরিকত্ব পূর্ণতা পেল। এটা আপনাদের ব্যক্তিগত জীবনকে ধন্য করেছে।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরও বলেন, এটাই আমার প্রথম এবং এটাই আমার শেষ স্মার্ট কার্ড বিতরণ। শাহজাদপুরবাসী অনেক ভাগ্যবান কারন ঢাকা সিটিতেও সবার মাঝে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়নি। অথচ শাহজাদপুর উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। তিনি বলেন, যাদের পরিচয় নাই তাদের মানবধিকারও নাই। পরিচয় না থাকলে সে মানবধিকারভুক্ত হবে কীভাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা পথশিশু, ডাষ্টবিন শিশু এবং ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে অনাকাঙ্খিতভাবে জন্ম নেয়া শিশুদের পরিচয় দেয়ার চেষ্টা করছি। শেষে প্রধান অতিথি মাহবুব তালুকদার পৌর মেয়র, পৌর কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক সহ নানা শ্রেনী পেশার নেতৃবৃন্দের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেন।