মাসুদ রানা জেলা প্রতিনিধি গাজীপুরঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাবনাবহ এলাকায় মঙ্গলবার সকালে খোরশেদ আলমের খামারে আগুন লেগে তিনটি গরু পুড়ে মারা যায়। এবং দগ্ধ রয়েছে আরও দুটি গরু।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা বাবনাবহ এলাকায় খোরশেদ আলমের খামারে মঙ্গলবার সকালে হঠাৎ আগুন লেগে যায়।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান পুরো খামারে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন আগুন দেখে চিৎকার করে। পরে এলাকাবাসী ১ ঘন্টা পানি দেওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে খোরশেদ আলমের খামারের তিনটি গরু মারা যায়। এবং দুইটি গরু দগ্ধ হয়।
কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার কারণ এখনো জানা যায়নি।
খামারের মালিক খোরশেদ আলম জানান, আমার স্ত্রী ও দুই ছেলে দুই মেয়ে নিয়ে এই খামারটি দেখা শুনা করেছি। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি আমি এখন কি করে খাব।
উপজেলা প্রাণিসম্পদ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, খামারের পরিবারকে আর্থিক সহায়তার জন্য উর্দ্ধতন কর্মকর্তার কাছে জানানো হবে। সেই সাথে দগ্ধ গরুকে চিকিৎসা প্রদান করা হবে।